মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আছাদুজ্জামান মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভায় বিভিন্ন অভিযোগ তুলে ধরেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সুভ্র চৌধুরি ও মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এসময় মুক্ত আলোচনায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কাসহ তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতিত্ব না করার আহবান জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির