ঝিনাইদহে ক্যান্সার, কিডনি, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ১৩৮ জন রোগীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া ৬৯ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী ও রেজিস্ট্রেশন অফিসার রুমানা ইয়াসমিনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, জেলার ৬ উপজেলা থেকে জটিল রোগে আক্রান্ত রোগীরা অনলাইনে আবেদন করছিল। সেগুলো যাচাই-বাছাই শেষে ১৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই