বুধবার বগুড়ার সোনাতলায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুসহ ৩০ জন অজ্ঞাতদের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বুধবার সহিংসতার ঘটনায় সোনাতলা থানা পুলিশ বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার কাবিলপুর গ্রাম থেকে আফতাব আলীর ছেলে মো. এনামুল (৩৫), মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ জুয়েল (৪০), মৃত ছায়েদ আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক করিম (৪০), রানীরপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে চান্দুর ছেলে মো. মিজানুর রহমান (৪০) এবং মধ্য রানীরপাড়া গ্রামের নুরুন্নবী বজলুকে (৫৫) আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এই মামলায় ৫ জনকে আটক করা হয়েছে, সকল দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
বিডি প্রতিদিন/এএ