ময়মনসিংহের ফুলপুরে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন চলছে না। গণপরিবহণ বন্ধ থাকায় ভাড়া বাড়িয়ে দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র ও ছোটখাটো পরিবহণগুলো।
ফুলপুর বাসস্ট্যান্ডে হালুয়াঘাটের ঘাশিগাঁও গ্রামের জনি নামের এক গার্মেন্টস কর্মী বলেন, কাজে যেতে হায়েস গাড়িতে গাজীপুর পর্যন্ত জনপ্রতি ৬০০ ও প্রাইভেট কারে ৮০০ টাকা ভাড়া বাড়িয়েছে।
সিএনজি চালক মিরাজ ও মাহিন্দ্র চালক শামীম জানান, তারা ময়মনসিংহ পর্যন্ত প্রতি যাত্রীর নিকট ২০ টাকা বাড়িয়ে নিচ্ছেন।
হালুয়াঘাটগামী জমিলা ও শেরপুরগামী আব্দুস সালাম বলেন, জনপ্রতি ৩০ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, বাস চালু থাকলে এ বাড়তি ভাড়া লাগতো না।
বিডি প্রতিদিন / অন্তরা কবির