মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সহিংসতা, বাড়িঘরে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাফিজুর রহমান মিলন সরদার। তিনি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
শুক্রবার দুপুরে আলিপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী সাহীদ পারভেজের লোকজন গত ২৮ তারিখে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িঘরে ব্যাপক হামলা চালায়। এ বিষয়ে আমি অবরুদ্ধ থাকা অবস্থায় আমার ভাই মামলা করতে গেলে থানার সামনে নৌকার লোকজন আমার ভাইকে থানায় যেতে বাধা প্রদান করে। পুলিশও মামলা নেয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নৌকা প্রার্থী কিছুদিন আগে ভেজাল ওষুধ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়। তার বিরুদ্ধে এই বিষয়ে একটি মামলা চলমান আছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহীদ পারভেজ। তিনি বলেন, মিলন সরদার জনবিচ্ছিন্ন, তাই উল্টাপাল্টা বলছেন। কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসলে পুলিশ অবশ্যই মামলা নেবে।
বিডি প্রতিদিন/এমআই