মুন্সীগঞ্জে তৃতীয় দফার ইউপি নির্বাচন জমে উঠতে শুরু করেছে। এর মধ্যে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পর করছেন।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের বড় গুহেরকান্দি, ছোট গুহেরকান্দি ও টরকিসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলটির মনোনীনত নৌকা প্রতীকের প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া। প্রবীন ও ত্যাগী এই নেতা যেখানেই যাচ্ছেন সেখানেই জনস্রোতে পরিনিত হচ্ছে গণসংযোগ। সাধারণ ভোটারদের সারাও পাচ্ছেন ব্যাপাক ভাবে।
গণসংযোগ কালে নৌকা প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূইয়া বলেন, দলকে ভালোবাসি তাই দল ও দেশের স্বার্থে নিজেকে সব সময় নিয়োজিত রেখেছি। এবাবরের ইউপি নির্বাচনে আমি দলীয় প্রার্থীর হওয়ার পর থেকে একটি কুচক্রিমহল নিজেদের স্বার্থে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হেও প্রতিপন্ন করতে চায়। তবে আল্লাহর রহমতে আমার ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছে। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।
এদিকে ইউনিয়নটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিগত সময়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া বর্তমান চেয়ারম্যান মো. আখতারুজ্জামন জীবন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত