চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো ২ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের বিচারিক আাদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল