নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় দিন ইসলাম (২৮) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে সোমেশ্বরী নদীর বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিন ইসলাম পৌর শহরের সাধুপাড়ার রাজ মিয়া ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদীতে বালু শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন দিন ইসলাম। প্রতিদিনের মতো সোমবার দুপুরেও ঘাটে বালির গাড়ি আসার খবর শুনে নদীতে যায়।
গাড়িতে বালু লোডিং করে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন দিন ইসলাম। তার চিৎকার শুনে আশপাশের শ্রমিক ও স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক সৌরভ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর