দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে বগুড়াায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় কর্মসূচির আয়োাজন করে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বগুড়া’।
সংগঠনের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সহসভাপতি মির্জা আহছানুল হক দুলাল, জুয়েলার্স মালিক সমিতির সা. সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, জেলা টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নেতা পিলু সরদার, আবু তালেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, ব্যবসায়ী শাহরিয়ার সৈকত, সাহিদুল ইসলাম, এমরান রহমান মিঠু, মশিউর রহমান জুয়েল, তরুণ সমাজসেবক শিশির মোস্তাফিজ, যুব সংগঠক সাব্বির আহম্মেদ স্মরন, লিটন রহমান, রিজু হোসেন, সবুজ, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সকিউটিভ কারিম উল্লাহ প্রমুখ। কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এমডিকে হত্যা চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের ব্যবসায়ীদের আইডল সায়েম সোবহান আনভীর শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, দেশের গণমাধ্যম, ক্রীড়া, সামাজিক সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের ব্যবসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের উন্নয়নে অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করছে বসুন্ধরা গ্রুপ। এখানে কর্মসংস্থানের মধ্য দিয়ে লাখো মানুষের জীবন জীবিকা পরিচালিত হচ্ছে।
করোনাকালে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। মানব কল্যানে কাজ করে যাওয়া বসুন্ধরা গ্রুপের সাফল্যে একটি বিশেষ মহল চক্রান্ত করছে, সেই চক্রান্তের অংশ হিসেবে একাধিকবার দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এমডিকে হত্যার অপচেষ্টা করেছে কুচক্রি মহল। অবিলম্বে এই ন্যাক্কারজনক কর্মকান্ডের মূল হোতা হুইপ পুত্র শ্যারনসহ চক্রান্তের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান বক্তারা। একই সাথে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিডি প্রতিদিন/এএ