বরিশালে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও অবহিতকরণ সংক্রান্ত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে বুধবার নগরীর বিডিএস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন প্রল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রাব্বানী। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল এনিমেল হেলথ এক্সপার্ট একেএম মোস্তফা আনোয়ার। এলডিডিপি প্রকল্প উপস্থাপন করেন জুলিয়াস মাকামি এবং খান মো. শহিদুল হক।
কর্মশালায় বক্তারা বলেন, মাংস ও দুধ উৎপাদন এবং বাজার জাতকরণের ক্ষেত্র তৈরি করতে হবে। এ লক্ষ্যে সকল খামারিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম