মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে নিহতের ঘটনায় নিহতের ভাই বেল্টু হোসেন বাদি হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বেল্টু হোসেন গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেম্বর প্রার্থী আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান মামলার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ভাই বেল্টু হোসেন বাদি হয়ে গাংনী থানায় আতিয়ারসহ ৬৬ জনের নামে মামলা দায়ের করেছেন। গ্রেফতার এড়াতে প্রধান আসামি আতিয়ার রহমানসহ সবাই গা ঢাকা দিয়েছেন। তবে আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে ইউপি নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী আতিয়ার রহমান ও টুটুল মেম্বারের মধ্যে দু’দলের সংঘর্ষে দুই সহোদরসহ তিন জন নিহত ও অর্ধশত আহত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর