দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।
সদর উপজেলা পরিষদ চত্বর ও শহরের শাহ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করে উপজেলা নির্বাচন কার্যালয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে চেয়ারম্যান প্রার্থীসহ সকল পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেসব ইউনিয়নে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলেও শুধুমাত্র বাঁশচড়া ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ১৬৩টি ভোটকেন্দ্রে জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষে মোট ৪ লাখ ৭শ' ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭শ' ৫৪ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার একজন। চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদের ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করবেন।
জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৩ হাজার ৭শ' ২৮ জন পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির