সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। শনিবার দুপুর ১২টার দিকে ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ হরিণের মাংস উদ্ধার করা হয়।
এ সময়ে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারি দল পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণ শিকারির দল হরিণের মাংস পাচার করছিল। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম