গাজীপুরে মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক পোশাক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম-মমতাজুল ইসলাম তপছি (৩৮)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার নজরুল ইসলাম তপছির ছেলে। মমতাজুল ইসলাম পোশাক কারখানায় মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই শাহ ফরিদ আহমেদ জানান, শনিবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বনমালা রোড এলাকার বাসা থেকে মোটরসাইকেল যোগে ভোগড়াস্থিত কারখানায় যাচ্ছিলেন মমতাজুল ইসলাম। পথে গাছা থানাধীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম