আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ আর স্বপ্ন নয়, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশের মানুষ বাস্তবে দেখতে পাচ্ছে। শেখ হাসিনার উন্নয়নমুখী রাজনীতির কারণেই সারাদেশের মানুষ আজ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসে। তাই এই জনপ্রিয়তাকে নিজের জনপ্রিয়তা ভেবে দলের বিরুদ্ধে অবস্থান নেয়া যাবে না, যারাই এই ভুল করবেন তারা দল এবং মানুষের ভালোবাসা দুটোই হারাবেন।
শনিবার ইসলামপুর উপজেলায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভার আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম