গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার ঘটনায় হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার রাতেই হামলাকারীকে চিহ্নিত করে স্থানীয় জনতা লক্ষ্মীপুরের মাগুরাকুটি গ্রামের আরিফ মিয়ার বাড়িতে আগুন দেয়।
মাগুরাকুটি গ্রামের মৃত ফজলু হকের ছেলে আব্দুর রউফ গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে মোরগ প্রতীকে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বামুনিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশ দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছিলেন তারা। এসময় আরিফ নামের এক যুবক লোহার রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফের মাথায় কয়েকটি আঘাত করে দ্রুত সরে পড়ে সে। স্থানীয়রা আহত রউফকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় হত্যাকারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার সকাল সড়ে দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর বাজার এলাকায় মানববন্ধন ও এক কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। তারা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জালিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ জানযটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ মানুষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হামলাকারী হিসাবে আরিফ মিয়া নামের যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম