বগুড়ার সোনাতলা পৌরসভায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিসহ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাতলা উপজেলার গাজীর মোড়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন এবং দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। মানববন্ধনে প্রায় ৩ হাজার নারী হাতে ব্যানার ফেষ্টুন নিয়ে নবনির্বাচিত মেয়র নান্নুর মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামছ উদ্দিন, কাউন্সিলর জাফর ইকবাল চপল, আব্দুস সালাম, প্রমুখ।
এদিকে বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর বড় ভাই আবুল কালাম আজাদ পুটু।
বিডি প্রতিদিন/এএ