সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে শনিবার দুপুরে সোনাতলা বঙ্গবন্ধু চত্বরে শেখ কামাল উন্মুক্ত মঞ্চে দেড় ঘন্টাব্যাপী প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। দুপুর ১টা ৩০ মিনিট হতে ৩টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজটির উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বাদশা, প্রভাষক ওয়াসিম রুমানা লিপি, জুলফিকার রহমান টিটু, নুরে আলম লিখন, আবু বক্কর সিদ্দিক, রেজাউল করিম রেজা, সালেহ আহম্মেদ,সাজেদুর রহমান সাজু, ওমর ফারুক ও মশিউর রহমান দিদার।
বিডি প্রতিদিন/এএ