রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানের আব্দুল লতিফ মিয়াকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বানিবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামে নিজ বাড়ীর কাছে তিন রাস্তা মোড় এলাকায় গুলি করে হত্যা করা হয়। দুর্বৃত্তদের গুলি ছোরার সময় হঠাৎ ওই এলাকার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বন্ধের সুযোগ কাজে লাগিয়ে কিলিং মিশন সম্পন্ন করে অন্ধকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা এমনটি ধারণা স্থানীয়দের। তবে হত্যার সময় বিদ্যুৎ বন্ধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের স্ত্রী শেফালী আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে জনপ্রিয়তা দেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের যাতে না চিনতে পারে সে কারণে হত্যার সময় বিদ্যুৎতের লাইন বন্ধ রেখে এই কিলিং মিশন সম্পন্ন করে দুর্বৃত্তরা।
রাজবাড়ীর বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকোর) নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল রহমান বলেন, আমি কন্ট্রোল রুমে খোঁজ নিয়ে জেনেছি বৃহস্পতিবার রাত ১১টা ৫৭ মিনিট থেকে ১২টা ২ পর্যন্ত বসুপাড়া এলাকায় ট্রান্সফরমারে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
জানা যায়, স্থানীয় গোলাম মোস্তফা (বাচ্চু) চেয়ারম্যানের বাড়ীর পাশে বিদ্যুৎ ট্রান্সফমারে ত্রুটি রয়েছে এমন একটি তথ্য কক্ট্রোলরুমে প্রেরণ করে স্থানীয় শাহাবুদ্দিন। তিনি বিদুৎ বিভাগের কর্মচারী। তার তথ্যমতে কন্ট্রোলরুমে দায়িত্বে থাকা লাইনম্যান আব্দুল মজিদ বিদ্যুৎ বন্ধ রাখেন। তবে ওই এলাকার বাসিন্দাসের সাথে কথা বলে জানা যায়, সেদিন তারা কোন ট্রান্সফরমার নষ্টের শব্দ শুনতে পায় নাই।
মো. শাহাবুদ্দিন বলেন, আমাকে স্থানীয় পারভেজ এবং কদমআলী নামে দুইজন ট্রান্সফমার নষ্টের বিষয়টি অবগত করেন। আমি এত রাতে সেখানে যেতে ইচ্ছুক ছিলাম না। মোটরসাইকেলে তারা আমাকে নিয়ে যায়। আমি সেখানে গিয়ে একটি ট্রান্সফরমারের একটি ফিউজ নষ্ট দেখতে পাই। সেটি মেরামতের আমি কন্ট্রোলরুমে বিদ্যুৎ বন্ধ রাখার অনুরোধ করি। পরে এই ঘটনা শুনতে পাই।
যেখানে হত্যার ঘটনা ঘটেছে সেই স্থানে ব্যবসা করতেন ময়ের দোয়া স্টোরের মহম্মদ আলী, তিনি বলেন, ৫/৬ মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায়। সেই সময়ে হত্যার মিশন সম্পন্ন করে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন এই সময় এই অঞ্চলে সাধারণত বিদ্যুৎ যায় না। বৃহস্পতিবার হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া পরিকল্পিত মনে হচ্ছে।
রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এই হত্যার সাথে পরিকল্পনাকারীসহ হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এএ