গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেজাউল করিম রাসেলকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভার অয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলার চন্দ্রা উত্তরপাড়া খেলার মাঠে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, রফিকুল ইসলাম তুষার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম