চলন্ত ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে শিশুসহ ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। শনিবার দুপুর ২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মালিগাছা মন্ডলের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের ইউপি সদস্য মতিউর রহমানের মেয়ে ও পাবনা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মতিয়া বিশ্বাস মিথি (১৮) ও সদর উপজেলার চরঘোষপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২)। আহতদের উদ্ধার করে পাবনন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা থেকে ঈশ্বরদীর দিকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের চাকা পাংচার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারীচালিত অটোভ্যানের সংঘর্ষ ঘটলে শিশুসহ ১২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজন মারা যায়।
ঘটনাস্থলে জনতা ট্রাক ভাঙচুর করার চেষ্টা করলে পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চালক হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের বাবা চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মতিউর রহমান বলেন, আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটি বড় সন্তান। সকালে মেয়েসহ তার এলাকার বেশ কয়েকজন বান্ধবী কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য যায়। ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় সে। কোথা থেকে কিভাবে কী হয়ে গেল বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চলন্ত ড্রাম ট্রাকের চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম