মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি এই মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, এনাম হেসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, তথ্য এবং গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহিন। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী বুলেট। আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।
মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, তিনি নির্বাচিত হলে এক মাসের মধ্য শহর থেকে ময়লার ভাগাড় অপসারণ করবেন। এছাড়া ক্লিন পৌরসভা গঠন ও একটি আধুনিক শৌচাগার নির্মাণ করবেন। পৌর নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে পৌর শহর উন্নয়নে পরিকল্পিত উন্নয়ন করবেন। খেলাধুলার মাঠ, শিশু ও প্রবীণদের বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করে দেবেন। এছাড়া দীর্ঘদিন থেকে বন্ধ পৌর পাঠাগার খুলে দেওয়ার ও শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই