মুন্সীগঞ্জ সিরাজদিখান ইছাপুরায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গতকাল সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ইছাপুরা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে মো. আল ইসলাম হাওলাদার (৪২) ও মোতালেব হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার (৩৬) ।
ইছাপুরা ইউনিয়নের পুুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ২০২০ সালে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুই নং আমলী আদালতে সিরাজদিখান ইছাপুরা গ্রামের মো. ফজল হাওলাদারের ছেলে টগর আহম্মেদ বাবু মামলা দায়ের করেন। আসামি দুই জন দীর্ঘদিন পলাতক ছিলেন।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির