খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী। মঙ্গলবার জেলা প্রেস ক্লাবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন তবলছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যক্ষ ইন্ধনে নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট সংখ্যাকে কারচুপি করে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম ভূইয়াকে বিজয়ী ঘোষণা করেন। কারচুপি ও ষড়যন্ত্রমূলক ফলাফল প্রত্যাখান করে আইনগত লড়াইয়ের কথাও জানান পরাজিত প্রার্থী নুর মোহাম্মদ।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৭ টি ও গুইমারার ৩ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন হয়। এতে ৮ টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ২ টি স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেন।
বিডি প্রতিদিন/হিমেল