মুন্সীগঞ্জে নৌকার পৃথক প্রচারণায় প্রতিপক্ষদের হামলায় পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি ও গনি শাহর মাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-শেখ ফরিদ (১৪), নাফিজ (১৫), ইমরান (২০) ও সাঈদুল শেখসহ (১৭) পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের হাজী আফছার উদ্দিন ভূইয়ার প্রচারণা মাইকে বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান জীবনের কর্মীরা হামলা চালায়। এসময় প্রচার মাইকে থাকা নৌকা সমর্থকদের মারধর করে প্রচার বন্ধের হুমকি দেয়। বর্তমানে নৌকা প্রতীকের মাইকে প্রচারণা বন্ধ রয়েছে বলে জানান তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মো. আখতারুজ্জামান জীবন বলেন, নৌকার কর্মী সমর্থকরা আমার প্রচার-প্রচারণায় বাধা দিয়ে উল্টো মিথ্যা অভিযোগ দিচ্ছে, যা সত্য নয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই