বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দিনব্যাপী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুকে বিজয়ী করতে নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভা করেন।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকীর নেতৃত্বে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বাদশা মিয়া, মকবুল হোসেন, বাচ্চু মিয়া, মাইদুল ইসলাম, বেলাল হোসেন, ছামছুল হক, আব্দুর রউফ, যুবলীগ নেতা রানা মিয়া, মজনু মিয়া, একরাম হোসেন, ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম, কৃষক লীগ নেতা শ্যাম চন্দ্র প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত