লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করণে একপেশেনীতি পরিহার করে দুইপাশ সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের উত্তর তেমুহনী থেকে শুরু করে রামগতি বাসস্ট্যান্ড হয়ে ঝুমুর পর্যন্ত মানবন্ধন কর্মসূচি পালন করে এ দাবি তোলেন ব্যবসায়ীরা। এসময় ব্যাবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে তারা আরো বলেন, তাদের দাবি রাস্তা প্রশস্তের জন্য দুপাশে সমানভাবে কাটতে হবে। গত ৫ নভেম্বর ৩৮৮/১/(১৬) স্বারক নং এর নোটিশের আলোকে বিষয়টি অবগত হন ব্যবসায়ী, দোকান মালিক ও ভূমি মালিকরা। এতে করে শহরে অবস্থিত বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাটসহ বিভিন্ন অফিসের বিল্ডিং ভাঙচুরের সম্মুখীন হবে।গুরুত্বপূর্ণ অফিসগুলো শহরের বাইরে চলে যাবে। অধিকাংশ ব্যবসায়ী ও ভূমির মালিক ক্ষতির শিকার হবে। সৃষ্টি হবে জন দুর্ভোগ। তাছাড়া সমানতালে দুই পাশে না বাড়িয়ে একপাশে বেশী চাপিয়ে পরিমাপ করায় কোন ব্যক্তি বা গোষ্ঠি স্বার্থ হাসিল করছেন বলে অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বনিক সমিতির নেতারা।
বিডি প্রতিদিন/এএ