সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবিতে বগুড়ায় গণঅনশনে বসেছিল দলীয় নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে জেলার নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া জেলা বিএনপির আহব্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হেলাল উদ্দিন তালুকদার লালু, এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মাহাবুর রহমান, জেলা আহব্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মীর শাহে আলম, জয়নাল আবেদিন চাঁনসহ জেলা উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার অনুমতি দেয়া জরুরি দরকার। সাবেক প্রধানন্ত্রীর সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেয়া হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে এবং বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দ্বায়ভার সরকারকেই নিতে হবে।
বিডি প্রতিদিন/এএ