সাভারে রাজাশন এলাকায় গতকাল শনিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে সোহেল নামে এক অটোচালকে হত্যা করেছে তারই বন্ধুরা। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল হোসেন নীলফামারি জেলার জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে।
বর্তমানে সাভারে রাজাশনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। পুলিশ জানায়, রাজাশনে তার বন্ধুরা ডেকে নিয়ে সোহেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের কোন ক্ষোভ বা শত্রুতা থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় নিহতদের পরিবার ওইদিন সাভার মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় আজ ভোর থেকে পুলিশ রাজাশনে বিভিন্ন এলাকায় প্রধান আসামিসহ সকলকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ হত্যাকাণ্ডে ৪/৫ জন জড়িত আছেন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আরও জানান, প্রধান আসামিসহ সকলকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির