চুয়াডাঙ্গার দর্শনায় ছেলে ইদ্রিস আলীর (৩৮) লাঠির আঘাতে মা কদবানু (৬৪) মারা গেছেন। রবিবার সকাল ১১টার দিকে শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুত্রকে আটক করেছে পুলিশ। নিহত কদবানু শ্যামপুর গ্রামের জামাল আলী মল্লিকের স্ত্রী।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা জানান, দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে নিজেদের বাড়িতে স্যালো ইঞ্জিনে পানি তুলে গোছল করছিল ইদ্রিস আলী। এ সময় মা কদবানু ছেলেকে স্যালো ইঞ্জিন বন্ধ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয় পুত্র ইদ্রিস আলী। সে হাতের কাছে থাকা একটি লাঠি তুলে নিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুত্র ইদ্রিস আলীকে আটক করেছে।
একই গ্রামের বাসিন্দা দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শরীফ উদ্দিন জানান, মৃত কদবানু বেগমের দুই ছেলে দুই মেয়ে। ছেলেদের মধ্যে ইদ্রিস ছোট। সে বেকার জীবনযাপন করতো এবং মাঝেমধ্যে মায়ের কাছে টাকা চাইতো। সে বেকার থাকায় প্রায়ই মায়ের সাথে তার কথা কাটাকাটি হতো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ