কক্সবাজারের টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণের আট ঘণ্টা পরে অপহৃত রোহিঙ্গা জমির হোসেন (৩০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তিনি একই ক্যাম্পের ব্লক-এ/২৬, এফসিএন নং-২৫২০৩৭ এর বাসিন্দা মো. কালা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, গতকাল শনিবার দুপুরে লেদা ২৪নং ক্যাম্পের এ/৮ ব্লকে হাতি পাহারায় নিয়োজিত রোহিঙ্গা জমির হোসেনকে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করেন।
এ ঘটনার পর থেকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর