বরগুনার পাথরঘাটার আশারচর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ ধরার ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। এসময় ১২ জেলেকে পিটিয়ে আহত করে ট্রলারের সর্বস্ব লুটে নিয়ে যায় তারা। এছাড়া জলদস্যুরা ট্রলার মালিক নেছার খানকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
শনিবার (২০ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ১০ থেকে ১২ জনের জলদস্যু 'এফবি মা' নামের ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। অপহৃত নেছার খান এফবি মা ট্রলারের মালিক। তার বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাদুরতলা গ্রামের নেছার খানের মালিকানা এফবি মা ট্রলারের জেলেরা জাল ফেলে ঘুমিয়ে ছিল এমন সময়ে শনিবার ভোর রাতের দিকে একদল জলদস্যু হামলা করে মাছ, তেল রসদ সামগ্রী লুটে নেয় এবং ১২ জন জেলেকে গুরুতর আহত করে। পরে ট্রলার ভাঙচুর করে ট্রলার মালিক নেছারকে অপহরণ করে নিয়ে যায়। তবে কত টাকা মুক্তিপণ চেয়েছে তা দস্যুরা এখনো জানায়নি।
বিডি প্রতিদিন/হিমেল