মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর মিনা বেগম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগান থেকে আজ রবিবার ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। মিনা মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী ছিল।
এসআই মো. ফয়েজ উদ্দিন জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ দেখে মনে হয়েছে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় লাশের গলায় ওড়না পেঁচানো ছিলো। পরনে জামা ছিল।
কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন শুক্রবার সমশেরগঞ্জ বাজার থেকে নিঁখোজ হয়।
ওসি মো. শামীম আল তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট এলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির