টেকনাফ পৌরসভার মেয়র পদে বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম আবারও নৌকা প্রতীক পেয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের গত শনিবার (২০ নভেম্বর) গণভবনে অনুষ্ঠিত এক সভায় মোহাম্মদ ইসলামকে এ মনোনয়ন দেওয়া হয়।
রবিবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌকার মনোনয়ন পাওয়া মোহাম্মদ ইসলাম বর্তমানে টেকনাফ পৌরসভার মেয়র ও পর পর গত দুই মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য নির্বাচনে টেকনাফ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদির চাচা।
বিডি প্রতিদিন/আবু জাফর