কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোররাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশ উপকুলে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার বিশ্বজিত বড়ুয়ার নেতৃত্বে বাংলাদেশ জলসীমায় অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। মিয়ানমার থেকে বাংলাদেশ জলসীমায় অভ্যন্তরে আসা একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে ট্রলারটিকে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলার থেকে একটি লাল রঙের ব্যাগ সাগরে ফেলে দিয়ে দ্রুত দিক পরিবর্তন করে ট্রলারটি মিয়ানমার সীমানায় পালিয়ে গেলে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। ফেলে যাওয়া ব্যাগ সাগর থেকে উদ্ধার করে গণনা করে ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন