রাজবাড়ীর কালুখালী উপজেলা সাতটি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালুখালী সরকারি কলেজ হলরুমে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় কালুখালী উপজেলার বিভিন্ন ইউনয়িন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। প্রার্থীরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের দাবি করেন। সেই সাথে প্রতিটি কেন্দ্রে যেন ফলাফল ঘোষণা করা হয় সেই ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ করেন।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসন ও জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোটারগণ তাদের পছন্দমতো প্রার্থীকে তার ভোট দিতে পারবেন।
বিডি প্রতিদিন/এএ