চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ২ জন রিটার্নিং অফিসার এসব তথ্য জানিয়েছেন।
উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ৪ জন ছাড়াও দলের বিদ্রোহী হিসেবে ৫ জনসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় বিএনপির ৫ জন নেতা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নন্দীগ্রাম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মখলেছুর রহমান মিন্টু (আওয়ামী লীগ মনোনীত), বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী (বিএনপি/স্বতন্ত্র), গোলাম মোস্তফা গামা (আওয়ামী লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), রেজাউল করিম কামাল (বিএনপি-স্বতন্ত্র)।
ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী (আওয়ামী লীগ মনোনীত), মজনুর রহমান মজনু (আওয়ামী লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), আবদুল্লাহেল বাকী (আওয়ামী লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), মোখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফর রহমান (স্বতন্ত্র)।
থালতা মাজগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন (বিএনপি/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান এ্যাড. ইলিয়াছ আলী (বিএনপি/স্বতন্ত্র), জিল্লুর রহমান (স্বতন্ত্র), এহসানুল হক (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র), হাফিজুর রহমান নান্টু (আওয়ামী লীগ মনোনীত)।
ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন- বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএনপি/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান শামছুর রহমান (বিএনপি/স্বতন্ত্র), জুলফিকার আলী (আওয়ামী লীগ মনোনীত), রেজাউৎদৌলা ববি (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), এহতাফ শ্যামল বাবু (বিএনপি/স্বতন্ত্র)।
বিডি প্রতিদিন/এএ