মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়েকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান উপজেলার ভরাট গ্রামে আবু সদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে রাজা ক্লিনিকের সামনে একটি বাস মোটরসাইকেল আরোহীকে জিল্লুর রহমানকে পেছন থেকে ধাক্কা দেয়। সে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিডি দাস পিকলু তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করেছে।
বিডি প্রতিদিন/এএ