২৮ নভেম্বর, ২০২১ ২২:২০

এক সপ্তাহের ব্যবধানে হাতির আক্রমণে জামাই-শ্বশুরের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি

এক সপ্তাহের ব্যবধানে হাতির আক্রমণে জামাই-শ্বশুরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ৭ দিনের ব্যবধানে হাতির আক্রমণে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ধান পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে জানে আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জানে আলম হারবাং ইউনিয়নের মসজিদ মুরা এলাকার শামসুল আলমের ছেলে। 

এর আগে গত ২১ নভেম্বর রাতে ধান পাহারা দিতে গিয়ে একইভাবে বন্যহাতির আক্রমণে জানে আলমের শ্বশুর মনজুল আলম (৫৩) মারা যায়।

জানা যায়, হারাবং ইউনিয়নের মসজিদ মুরা এলাকায় ধান ক্ষেত পাহারা দিতে যায় জানে আলম। শনিবার রাতের কোন এক সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে রবিবার সকালে জানে আলমের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে এক সপ্তাহের ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন হাতির আক্রমণ থেকে জান-মাল রক্ষায় বনবিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর