২৯ নভেম্বর, ২০২১ ০১:২৭

ঠাকুরগাঁওয়ে নৌকা ১৪ ও স্বতন্ত্র ৪টিতে বিজয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নৌকা ১৪ ও স্বতন্ত্র ৪টিতে বিজয়ী

প্রতীকী ছবি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলার ১৮টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৪ জন প্রার্থী ও স্বতন্ত্র চারজন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ দু’টি উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত ৭ জন ও স্বতন্ত্র তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন-১নং ভোমরাদহ ইউনিয়নে নৌকা প্রতীকের হিটলার হক, ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারসের গোলাম মোস্তফা, ৩নং খনগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থী শহিদ, ৫নং সৈয়দপুর ইউনিয়ন নৌকার প্রার্থী বিবেক আনন্দ নিমাই, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মোখলেসুর রহমান চৌধুরী, ৭নং হাজীপুর ইউনিয়ন নৌকার প্রার্থী জয়নাল আবেদিন, ৮নং দৌলতপুর ইউনিয়ন নৌকা প্রার্থী সনাতন চন্দ্র রায়, ৯নং সেনগাঁও ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সাইদুর রহমান, ১০নং জাবরহাট ইউনিয়ন নৌকা প্রার্থী জিয়াউর রহমান জিয়া, ১১নং বৈরচুনা ইউনিয়ন নৌকা প্রার্থী টেলিনা সরকার হিমু।

বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে বেসরকারিভাবে আওয়ামী লীগের ৭ জন ও স্বতন্ত্র ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, ১ নং পাড়িয়া ইউনিয়নে নৌকা প্রার্থী ফজলে রাব্বী রুবেল, ২নং চাড়োল ইউনিয়নে নৌকা প্রার্থী শ্রী দিলীপ কুমার চাটার্জী বাবু, ৩নং ধনতলা ইউনিয়নে নৌকা প্রার্থী শ্রী সমর কুমার চাটার্জী নুপুর, ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নে নৌকা প্রার্থী শাহাব উদ্দিন মিঞা, ৬নং ভানোর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের রফিকুল ইসলাম, ৭নং আমজানখোর ইউনিয়নে নৌকা প্রার্থী আকালু মোহাম্মদ, ৮নং বড়বাড়ী ইউনিয়নে নৌকা প্রার্থী আলহাজ্ব আকরাম আলী।

উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৩৩৫, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ও ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯১৬ জন।

অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন, সাধারণ সদস্য পদে ২৪০, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪ জন প্রতিদ্বন্ধিতা করেছেন ও ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১০২ জন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর