৩০ নভেম্বর, ২০২১ ২০:১২

ফরিদপুরে অটোচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অটোচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে অটোচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

ফরিদপুরে অটোচালক সুব্রত কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে শোভারামপুর দাসপাড়া এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা সুব্রত কুমার দাসের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতাদের দাবি জানান। পাশাপাশি এ হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানানো হয়।

মামলা বাদী সজল দাস জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসাছিল। এরই সূত্র ধরে গত ১১ নভেম্বর শুক্রবার ভোর ৬টায় গ্যারেজ থেকে অটো বের করার সময় সন্ত্রাসীরা আমার ভাই সুব্রত কুমারের ওপর ধারালো অস্ত্র দিয়ে  হামলা চালায়। এসময় সুব্রত কুমার হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের দুটি আঙুল কেটে পরে যায়।

হামলার পর ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। মামলার পর আসামিরা বিভিন্নভাবে আমাদের হুমকি-ধামকি দিচ্ছে মামলা তুলে নিতে। বর্তমানে তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপারের কাছে আসামিদের গ্রেফতারের জন্য দাবি জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর