৩০ নভেম্বর, ২০২১ ২১:০৩

উড্ডয়নের সময় রানওয়েতে গরুকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা ৯৪ যাত্রী

অনলাইন ডেস্ক

উড্ডয়নের সময় রানওয়েতে গরুকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা ৯৪ যাত্রী

ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দু’টি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গরু দু’টি মারা গেলেও অক্ষত আছেন বিমানে থাকা ৯৪ যাত্রী।

মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মি‌নিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় রানওয়েতে দু’টি গরু চলে আসে। এ সময় বিমানের ডান ডানায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই গরু দু’টি মারা যায়। তবে গরু দু’টির মালিক কে এখনো জানা যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর