৩০ নভেম্বর, ২০২১ ২২:১৫

ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের বিট ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় থানা পুলিশের ১২ নম্বর বিট পুলিশের আয়োজনে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। ১২ নম্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক উত্তম কুমারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ইউপি সদস্য পলাশ বিশ্বাস, ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী হাফেজ আব্দুল হক, বর্তমান চেয়ারম্যান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান জিন্নাহ, মশিউল আজম মৃধা, আকুল হোসেন মৃধা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মৃধা, কলেজ শিক্ষক শাহিনুল ইসলাম, ইউপি সদস্য প্রার্থী মান্নান বিশ্বাস, গোলাম কিবরিয়া, সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী হাসনা হেনা, সাধারণ ভোটার জাফর প্রমুখ।

এর আগে ঘোষপুর ইউনিয়নে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদেরকে অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণের আশ্বস্ত করেন পুলিশ প্রশাসন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর