২ ডিসেম্বর, ২০২১ ১৪:০৩

ফরিদপুরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

ফরিদপুরে চলতি বছরের আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অম্বিকাপুর ১০ নং গোডাউন চত্বরে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, পৌর কাউন্সিলর সামসুল আরেফিন সাগর, অম্বিকাপুর এলএসডি কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান। 

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারি নির্দেশনা না মেনে যারা গোডাউনে চাল ও ধান দেবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে সেই মিল মালিকদের কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

এ বছর চলতি মৌসুমে ফরিদপুর জেলায় কৃষকদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৪১শ ৯৪ মেট্রিক টন চাল এবং ২৭ টাকা কেজি দরে ৪১শ ৬৪ মেটিক টন ধান কেনা হবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর