সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের একটি গ্রাম ভেংড়ী। গ্রামটিতে গেলেই চোখে পড়বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আব্দুস সালাম সড়কের নামফলক।
এলাকার ছয়বাড়িয়া হতে কয়ড়া চড়ইমুড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এই সড়কের নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধার নামে।
এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল খালেক বলেন, আমার সহযোদ্ধা আব্দুস সালাম। আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পলাশ ডাঙ্গা যুব শিবিরে ৯ মাস যাবৎ যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমার সহযোদ্ধা আমাদের মাঝে আর নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য এই সড়কের নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আব্দুস সালাম সড়ক।
গুরুত্বপূর্ণ সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ একটি মহৎ উদ্যোগ। যে রাস্তাগুলোর এখনও পাকা করণ হয়নি, সেগুলো পাকাকরণের দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে গত (০১ অক্টবর ২০২১) শুক্রবার এই নামফলক উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন