দিনাজপুন-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় কাশেম মন্ডল (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক কাশেম হোসেন (৪৫) দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের লটকুমারী গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরামপুরের রতনপুর থেকে জয়নগর মোড়ে মেইন মহাসড়কে ওঠার সময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিরামপুর যাওয়ার পথে ভ্যান চালক কাশেম হোসেনকে চাপা দেয়। এ সময় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ লাশ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ