১৯৯২ সালে বগুড়া শাজাহানপুরে গোহাইলে ইউনিয়নে প্রথম চেয়ারম্যান পদে নির্বাচিত হন আলী আতোয়ার তালুকদার ফজু। সেই থেকে গোহাইলব্যাপী জনপ্রিয়তায় টানা ২৯ বছর ধরে তিনি গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। জনপ্রিয় এই চেয়ারম্যানের সুনাম শুধু গোহাইল ইউনিয়ন মধ্যে সীমাবদ্ধ নয়, জেলা জুড়ে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে।
গত ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও তিনি টানা ষষ্ঠ বারের মত বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী কন্ট্রোল রুমের তথ্য মতে, গোহাইল ইউনিয়নে আলী আতোয়ার তালুকদার ফজু নৌকা প্রতীক নিয়ে ১০,৫২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সঙ্গে ভোটের ব্যবধান ছিল ৬,৭০০ ভোট। বিএনপি নেতা আব্দুল মান্নান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছে মাত্র ৩,৮২১ টি। গোহাইলে ৯টি কেন্দ্রেই নৌকা বিজয় নিয়ে আসেন আলী আতোয়ার তালুকদার ফজু।
স্থানীয়রা জানায়, আমাদের চেয়ারম্যানের সৎ ও ন্যায় পরায়ণ কর্মনিষ্ঠার কারণে তিনি বার বার নির্বাচিত। এবারও নৌকা মার্কা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ছক্কা মারলেন। তিনি আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করেছেন, এটা গৌরব ও আনন্দের।
পারিবারিক সূত্রে জানা যায়, আলী আতোয়ার তালুকদার ফজু শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ গ্রামের মৃত খয়রাত আলী তালুকদার ছেলে। তার মায়ের নাম মৃত হামিদা বেগম। ব্যক্তিগত জীবনে চেয়ারম্যানের এক ছেলে ও এক মেয়ে। এলাকার মানুষের কাছে তিনি সৎ ও ন্যায় পরায়ণ চেয়ারম্যান হিসেবে পরিচিত। মূলত এ কারণেই তিনি বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে দাবি ভোটারদের।
চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, আমি চেষ্টা করি সব সময় সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার। গোহাইলবাসী ভালোবেসে বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন। গোহাইলবাসীর আমানত রক্ষা করেছি। এ বিজয় তারই প্রমাণ। আমি ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ।
বিডি প্রতিদিন/হিমেল