বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। আর নৌকা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। কাজেই আওয়ামী লীগের রাজনীতি করলে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রামে বাসষ্ট্যান্ড মুক্তিযোদ্ধা সংসদ ভবন হলরুমে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহ-সভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাশেল, নিরেণ চন্দ্র, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সমুন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারী, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ