ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝিনাইদহে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় টানা বৃষ্টি। বৃষ্টির কারণে সড়ক মহাসড়কে মানুষের উপস্থিত রয়েছে কম। টানা বৃষ্টিতে কাজ না পেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি উপেক্ষা করেও কাজে বের হচ্ছেন অনেকে।
এদিকে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে নিচু জমির ফসল। ক্ষতি হয়েছে সরিষা, মসুরসহ শীতকালীন অধিকাংশ জমির শাকসবজি ক্ষেত।
বিডি প্রতিদিন/এএম