নারীদের সাবলম্বী এবং আÍকর্মস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরে ১৬ জন নারীকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর নিজ কার্যালয়ে এসব সহায়তা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা এলাকার ৯জন মহিলাকে সেলাই মেশিন এবং ৭জনকে ১৫হাজার করে টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন